Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/dqJVIbJF6fxZGrDlXTmX.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ নবমী। দেখতে গেলে বাঙালির উৎসবের শেষ রাত। বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর আজ থেকেই বাজতে থাকে। কারণ আজকের দিনটা শেষ হলেই মায়ের বিদায় পালা এসে উপস্থিত হবে। উমা আবার ফিরে যাবে কৈলাশে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে বছরের চারটি দিন একঝলকে যেন শেষ হয়ে যাচ্ছে।এই শেষদিন আপনাদের আনন্দে ভরে উঠুক, সকলের জন্য রইল প্রার্থনা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us