Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tXfHZbuE1NJBLVJHjPZd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে বেড়ে চলেছে উত্তেজনা। নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/0hGeBSIa985MLxLDs16I.jpg)
প্রসঙ্গত, চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে। সেই কারণে লালবাজারে তাঁদের দুজনকে লালবাজারে তলব করা হয়েছে। আজ ৩ টের মধ্যে দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয়েছে। কলকাতা মেডিক্যাল থেকে মিছিল করে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী সহ চিকিৎসকরা লালবাজারে যাচ্ছেন তাঁরা আজ।
/anm-bengali/media/media_files/FmiztVP8tgmmByQ18yIV.jpg)
তবে ইতিমধ্যেই চিকিৎসকদের আটকাতে ফিয়ার্স লেনে কড়া নিরাপত্তা পুলিশের। ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। চিকিৎসকদের আটকাতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী।
/anm-bengali/media/media_files/1LkIFgKBnhtJ1GNv6wPO.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us