আজ ফের জেরার মুখে সন্দীপ ঘোষ, সিবিআই কি ভাবছে?

সকাল ১০টা বাজতেই সিজিও কমপ্লেক্সে ফের পা রাখলেন সন্দীপ ঘোষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sandipghoshrg-ezgif.com-resize (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল প্রায় গভীর রাতে সিবিআই-এর জেরা শেষে সিজিও কমপ্লেক্স ছাড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর আজ সকাল হতেই ফের পেলেন ডাক। সকাল ১০টা বাজতেই সিজিও কমপ্লেক্সে ফের পা রাখলেন সন্দীপ ঘোষ। আজ নিজের সঙ্গে আনলেন বেশ কিছু নথি।

rg-kar-principal-sandip-ghosh-resigned
File Picture

যা জানা যাচ্ছে, গতকাল সারাদিন সিবিআই তাঁকে জিজ্ঞাসা করেছে যে ঘটনার দিন মেয়েটির মৃত্যুর খবর পেয়ে তাঁর ভূমিকা ঠিক কি ছিল? তিনি চিকিৎসকের দেহ দেখে প্রাথমিকে কি ভেবেছিলেন? কেনই বা তাঁর পরিবারকে জানানো হয়েছিল যে সে আত্মহত্যা করেছে? এই সবই সিবিআই-এর আধিকারিকরা গতকাল জানতে চায় সন্দীপ ঘোষের কাছ থেকে। আর আজ ফের একবার নতুন করে শুরু হবে তাঁর জিজ্ঞাসাবাদ। তবে এদিন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দীপ ঘোষ জানান, ‘ভুল খবর ছড়াবেন না। আমায় কেউ গ্রেফতার করেনি’। 

sandiprgkar
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd