/anm-bengali/media/media_files/OlaPEZNh9Y2Ob9ZmbOPX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বোসের অপেক্ষায় রাজভবনের বাইরে তৃণমূলের ধর্না। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্নার চতুর্থ দিনে পাহাড়ে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর সোমবার বোস-সাক্ষাতে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন অভিষেক-ফিরহাদ সহ আরো অনেকে। আর এরপরই এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে তিনটি প্রশ্ন করে তৃণমূল। শাসক দলের অনুরোধ, ''রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে, আমরা আপনাকে আমাদের প্রশ্নগুলির জন্য স্পষ্টতা চেয়ে কেন্দ্রীয় সরকারকে জরুরীভাবে লিখতে অনুরোধ করছি।'' আর এখানেই উঠছে প্রশ্ন, তৃণমূল সরাসরি কেন্দ্রকেই লিখতে পারতো। রাজ্যপালকে বলার জন্য অনুরোধ না করে। তবে কি বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাতে মিডিয়াম রাজ্য়পাল? এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে তৃণমূলের করা তিনটি প্রশ্নের মধ্যে প্রথমটি হল
এটা কি সত্য নয় যে ২১ লক্ষেরও বেশি মানুষ যারা MGNREGS-এর অধীনে কাজ করেছে তারা গত ২ বছর থেকে এখনও তাদের বকেয়া পায়নি? দ্বিতীয়ত, সকল নিয়ম মেনে চলার পরও কেন তাদের মজুরি আটকে রাখা হচ্ছে? তৃতীয়ত, এমজিএনআরইজিএ অনুসারে, শ্রমিকদের মাস্টার রোল বন্ধ হওয়ার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে অন্যথায় তারা বিলম্বের জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কিসের ভিত্তিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র তাদের বঞ্চিত করছে?
.@BengalGovernor, after a lot of round trips you finally decided to meet us today. Now, we humbly request you to ANSWER these -
— All India Trinamool Congress (@AITCofficial) October 9, 2023
👉Is it not true that 21 lakh+ people who worked under MGNREGS have still not received their dues from last 2 years?
👉Even after adhering to all… pic.twitter.com/YlQ5bzyY3t
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us