/anm-bengali/media/media_files/W3iNbm4ifCY8OTvnJTZ5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। আজ রবিবার এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘কলকাতায়মহিলাদেরসঙ্গেতৃণমূলকর্মীদেরদুর্ব্যবহারথামার নাম নিচ্ছে না।এবারএকমহিলাক্যারাটেপ্রশিক্ষককেমারধরকরলতৃণমূলকর্মীরা।নির্যাতিতা বলছেন যেমণিপুরের (Manipur) মতোঘটনার পুনরাবৃত্তি হবে। কিন্তুমমতাবন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশসাহায্যকরছেনা।তারাবলছেন, সমঝোতাকরুন। মহিলাদেরহয়রানিরএমনঅনেকঘটনারয়েছেযেখানেপশ্চিমবঙ্গপুলিশএফআইআরওনথিভুক্তকরেনা।লজ্জাজনক।‘
জানা গিয়েছে, খাস কলকাতায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (কেএমসি) অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ওই মহিলা ক্যারাটে প্রশিক্ষকের বাড়িতে ঢুকে পড়েন প্রভাবশালী তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, দুষ্কৃতীরা ওই মহিলাকে মণিপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি করার হুমকি দিয়েছিল, যার পরে মহিলা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন।
ওইমহিলা বলেন, পুলিশওএক্ষেত্রেতাঁকেসহযোগিতাকরছেনা, উল্টেতাঁকেসমঝোতারজন্যচাপদেওয়াহচ্ছে।যদিওঅভিযুক্ততৃণমূলকর্মীরাসমস্তঅভিযোগঅস্বীকারকরেছেন।
কলকাতারঢাকুরিয়াএলাকায়একমহিলাক্যারাটেপ্রশিক্ষক ‘টক টু মেয়র’-এ ফোন করেপুরসভারকাছেঅবৈধনির্মাণেরঅভিযোগদায়েরকরেন।নির্যাতিতারঅভিযোগ, অভিযোগেরপ্রতিবাদেতৃণমূলকর্মীতাঁরওতাঁরপরিবারেরসঙ্গেদুর্ব্যবহারকরেনএবংমণিপুরেরমতোঘটনাঘটানোরহুমকিদেন।এইঘটনারপরওই মহিলা প্রশিক্ষকপুলিশেঅভিযোগদায়েরকরেন।মহিলা আরওঅভিযোগকরেছেনযেএইমামলায়পুলিশেরকাছেঅভিযোগকরারপরেপুলিশতাঁকেঅভিযুক্তেরসাথেসমঝোতাকরারজন্যচাপদিয়েছে।
অন্যদিকে, অভিযুক্ততৃণমূলকর্মীএইসমস্তঅভিযোগঅস্বীকারকরেছেনএবংভুক্তভোগীমহিলারনামঅভিযুক্তহিসাবেউল্লেখকরেছেন।তৃণমূল কর্মীরঅভিযোগ যেতিনিদুইপ্রতিবেশীরমধ্যেবিরোধনিষ্পত্তিকরতেগিয়েছিলেন।এরইমধ্যেক্যারাটেপ্রশিক্ষকওতারপরিবারতারসঙ্গেদুর্ব্যবহারকরে।এখনমেয়রফিরহাদহাকিমসিপিকেপুরোবিষয়টিতদন্তকরতেবলেছেন।
এদিকে এহেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সেইসঙ্গে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বিজেপির দাবি, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাংলাজুড়ে বেড়েই চলেছে। তারই নিদর্শন হল এই ঘটনা।
कोलकाता में TMC कार्यकर्ताओं का महिलाओं के साथ दुर्व्यवहार का सिलसिला थम नहीं रहा।
— Amit Malviya (@amitmalviya) July 23, 2023
अब एक महिला कराटे ट्रेनर से TMC कार्यकर्ताओं ने बदसलूकी की। पीड़िता बोली- “मणिपुर कांड जैसा हाल करने की दी धमकी! लेकिन ममता बनर्जी की पुलिस मदद नहीं कर रही। कह रही है, समझौता कर लो।”
महिला… pic.twitter.com/7IjxRweHVa
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us