BREAKING: রিজার্ভ ব্যাঙ্কের সামনে TMC vs কংগ্রেস! এল অ্যাম্বুলেন্স

রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৃণমূল আর কংগ্রেসের লড়াই।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বিবাদী বাগে রিজার্ভ ব্যাঙ্কের সামনে ২০০০ টাকার নোট বদল করা নিয়ে চরম উত্তেজনা। নোট বদলের লাইনে চরম সংঘর্ষ হল। তৃণমূলের অভিযোগ, নোট বদলের লাইন থেকে তোলা আদায় করছে কংগ্রেসের কাউন্সিলরের অনুগামীরা। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে চরম লড়াই। শেষ পর্যন্ত ব্যাঙ্কের গেট বন্ধ করে দেওয়া হল। কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল হাসপাতালে। 

add 4.jpeg

স

স

cityaddnew