New Update
/anm-bengali/media/media_files/XaYFSuexcR0Kk8dXRRZh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার বাংলার একাধিক জায়গাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই (CBI)। পুর নিয়োগে দুর্নীতিকাণ্ডে এই হানা বলে খবর। সবথেকে বড় বিষয় হল শাসক দলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই-এর আধিকারিকরা। এরই মাঝে ইঙ্গিতপূর্ণ টুইট করল তৃণমূল (TMC)। আজ এক টুইট বার্তায় তৃণমূল লেখে, 'আমরা কারোর কাছে মাথা নত করব না। ক্ষমতায় থাকা মানুষের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি।'
“The power of the people is stronger than the people in power!”
— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2023
We shall not bow down to anyone! pic.twitter.com/6xxBjrwgQg
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us