/anm-bengali/media/media_files/2025/07/21/dim-bhat-2025-07-21-11-15-20.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের বার্ষিক একুশে জুলাই শহিদ দিবসের সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে তৎপরতা তুঙ্গে। শুধু রাজনৈতিক প্রস্তুতিই নয়, দলের তরফে কর্মী-সমর্থকদের জন্য করা হয়েছে খাবার, থাকার ও চিকিৎসার অগাধ বন্দোবস্ত।
ডায়মন্ড হারবার, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, শিয়ালদহ স্টেশন—রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মীদের জন্য এসব জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী ক্যাম্প ও আপ্যায়নের কেন্দ্র।
বীরভূম থেকে আগত এক কর্মীর কথায়, “এখানে ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, স্নানের জায়গা আছে, বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। খাবারে কোনও কমতি নেই। সকালে ডিম খাইয়েছে, একটা নয়, ডবল-ডবল। যত চাইছি তত পাচ্ছি”।
/anm-bengali/media/post_attachments/73e53819-5e2.png)
তাঁর মতোই বহু কর্মী আগেই এসে পৌঁছেছেন। কেউ কেউ তিন দিন ধরেই অস্থায়ী ক্যাম্পে থাকছেন। কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে অবস্থানরত কর্মীদের সকাল সকাল খাওয়ানো হয় সেদ্ধ ডিম, আলুর তরকারি আর এক থালা ভাত। এরপরই তাঁরা রওনা দেন ধর্মতলার সভাস্থলের দিকে।
যাঁরা আজ ভোরের ট্রেনে এসে নেমেছেন শিয়ালদহ স্টেশনে, তাঁদের দিকেও নজর রেখেছে দল। জ্যোতিপ্রিয় মল্লিক ও জীবনকৃষ্ণ সাহার তত্ত্বাবধানে তাঁদের পরিবেশন করা হয়েছে খিচুড়ি ও ডিমের খাবার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের সভায় লাখো মানুষের জমায়েত যেমন তৃণমূলের সাংগঠনিক শক্তির ইঙ্গিত দিচ্ছে, তেমনই এই আতিথ্য ও আপ্যায়নের মাধ্যমে দল একটি মানবিক বার্তাও তুলে ধরতে চাইছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us