বিধানসভা নির্বাচনের আগে বড় রদবদলের পথে তৃণমূল! হতে চলেছে বিশাল বদল

আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই প্রকাশ পেতে পারে পূর্ণাঙ্গ ছবি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: একদিকে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘিরে চড়ছে রাজ্য রাজনীতির পারদ, অন্যদিকে বিধানসভা ভোটের আগে সংগঠনের ভিত আরও মজবুত করতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, শাসকদলের অন্দরে এবার আসতে চলেছে বড়সড় রদবদল, আর সেই পরিবর্তন হবে পুরোপুরি পারফরম্যান্স বা কর্মদক্ষতার ভিত্তিতে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই প্রকাশ পেতে পারে সেই পরিবর্তনের পূর্ণাঙ্গ ছবি। এই খবরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন এবং অন্দরু অন্দরে চাপানউতোর।

SIR

তৃণমূল নেতৃত্বের নজর এখন পুরসভার কাজের দিকে। সূত্রের খবর, একাধিক পুরসভার দায়িত্বে পরিবর্তন হতে পারে খুব শিগগিরই। যারা দায়িত্বে থেকেও কাজ করছেন না, সেই সব সদস্যদের নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত করা শুরু করেছে তৃণমূল। স্থানীয় স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত কর্মদক্ষতা বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “দলে থাকবে কর্মী, যারা কাজ করবে। শুধু পদে থেকে নিষ্ক্রিয় থাকলে আর চলবে না”। এবারের সম্ভাব্য রদবদল সেই বার্তারই বাস্তব রূপ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।