/anm-bengali/media/media_files/nLlmKahRaacksxRcngyc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মহুয়া মৈত্র বিতর্কে এবার শেষমেশ মুখ খুলল তৃণমূল কংগ্রেস। দুবাইয়ে থাকা মুম্বইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানি বৃহস্পতিবার রাতে হলফনামা দিয়ে দাবি করেন যে মহুয়ার আবদার সামলাতে দামি উপহার, বিদেশে বেড়ানোর খরচ, দিল্লির বাংলো সারানোর ব্যবস্থা করে দিতে হয়েছে। হীরানন্দানি দাবি করেন যে মহুয়া অন্যায়ভাবে সুযোগ নিচ্ছেন। কালীঘাটের নির্দেশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন যে মহুয়া মৈত্রর ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য দেওয়ার নেই। দল কোনও প্রতিক্রিয়া নাকি দেবে না।
এর থেকে এবার স্পষ্ট হল যে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার জবাব তাঁকেই দিতে হবে। দল কোনও দায়িত্ব নিতে নারাজ।কালীঘাট নাকি এতে খুবই বিরক্ত। এমনিতেই মহুয়ার বিরুদ্ধে নদিয়ার কিছু নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অভিযোগ করেছেন যে মহুয়ার ব্যবহার নাকি ভাল না।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us