তৃণমূলের নতুন কৌশল ‘বাংলার ডিজিটাল যোদ্ধা’, তরুণ বাহিনী গঠনের ঘোষণা যুবরাজের

অংশগ্রহণকারীকে তিনটি বিভাগের যেকোনো একটিতে নিযুক্ত করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Abhishek

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল যুদ্ধে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Bangla Digital Joddha) নামের নতুন প্ল্যাটফর্ম। লক্ষ্য — তরুণদের সংগঠিত করে অনলাইনেই বিজেপি ও ‘বাংলা-বিরোধী’ মিথ্যাচার খণ্ডন করা এবং রাজ্যের ভাবমূর্তি রক্ষা করা।

অভিষেকের দাবী, সাম্প্রদায়িক ও মিথ্যাবাদের বিরুদ্ধে তথ্য, যুক্তি ও পরিসংখ্যান-ভিত্তিক জবাব দেওয়ার এখন সময়। তিনি ভিডিও বার্তায় বলেন, “যাঁরা মিথ্যা ও ঘৃণার রাজনীতি করছে, তাদের জবাব দিতে হবে পরিসংখ্যান, যুক্তি, তথ্য দিয়ে। যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যত গড়তে চান তাহলে সামিল হন — আজই যোদ্ধা হোন”।

প্রকল্পের মূল কাঠামো ও কার্যপ্রণালী - 
অংশগ্রহণকারীকে তিনটি বিভাগের যেকোনো একটিতে নিযুক্ত করা হবে — (১) কনটেন্ট ক্রিয়েটর (ক্রিয়েটর ফোর্স), (২) সোশ্যাল মিডিয়া ম্যানেজার (কমিউনিটি লিডার) এবং (৩) ডিজিটাল অ্যাম্প্লিফায়ার (ফোর্স মাল্টিপ্লায়ার)।

abhishek

www.ABDigitalJoddha.com-এ (http://www.ABDigitalJoddha.com) ১৬ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে এই যোগদান প্রক্রিয়া।

অংশগ্রহণকারীদের জন্য চার সপ্তাহব্যাপী অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে কনটেন্ট তৈরি, সামাজিক মাধ্যমে কমিউনিটি পরিচালনা ও কনটেন্টের পরিবর্ধন কৌশল শেখানো হবে।

অংশগ্রহণকারীরা পাবেন স্বীকৃতি, পুরস্কার, নেটওয়ার্ক গড়ার সুযোগ এবং “বাংলার ঐতিহ্যের অংশ” হওয়ার ভাবমূর্তি।

দল সূত্রে জানা গেছে, প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি ও প্রমোট করা কনটেন্ট মূলত বাংলাভিত্তিক সংস্কৃতি, ঐতিহ্য, উন্নয়নকার্য ও বিরোধীদের বিরুদ্ধে তর্কপূর্বক বিতর্কিত বক্তব্যের খণ্ডন করবে। পরিকল্পনাটি মাঠ-বিশেষের পাশাপাশি ডিজিটাল জনমত তৈরির দিকে লক্ষ্য রাখবে।