New Update
/anm-bengali/media/media_files/2025/02/07/Wn1Fwu6cl073BRsT42tC.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন বড় বার্তা। তিনি বলেছেন, "এইবার তারা চালাকভাবে আসামকে SIR থেকে বাদ দিয়েছে। কেন? আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি শাসন করছে। শুধুমাত্র বাংলাকে লক্ষ্য করা হয়েছে। এক লাখ মানুষ নির্বাচনী কমিশনের অফিসের বাইরে প্রতিবাদ করবে। প্রয়োজনে এই প্রতিবাদ দিল্লিতেও চালিয়ে যাওয়া হবে, এবং অমিত শাহের পুলিশ কিছুই করবে না। আমি বিজেপিকে চ্যালেঞ্জ জানাচ্ছি: যদি SIR-এর কারণে একমাত্র একজন যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তখন দিল্লি পশ্চিমবঙ্গের শক্তি উপলব্ধি করবে...বাংলাদেশ পাঁচটি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে। সহজ প্রশ্ন হল: যদি রোহিঙ্গারা ভারতে এসেছে, তারা শুধু বাংলাতেই নয় বরং অন্যান্য চারটি রাজ্যেও এসেছে। নির্বাচনী কমিশনের উদ্দেশ্য স্পষ্ট"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/J4Gastv6cOx4yu6UUV6v.jpg)
Loading...
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us