New Update
/anm-bengali/media/media_files/mB6YGnjvqUZB2TYJgxQG.jpg)
কলকাতাঃ হাজার দিনে পদাপর্ণ করল এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীদের ধর্না। চোখে জল নিয়ে মাথা ন্যাড়া করেছেন একজন মহিলা চাকরিপ্রার্থী। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে চলছে এই বিক্ষোভ। যদিও এহেন ঘটনাকে আমল দিতে চাইলেন না তৃণমূল সাংসদ তথা অধ্যাপক সৌগত রায় (Saugata Roy)। তিনি জানালেন,‘নাটকীয় মাত্রার জন্য এসব করা হয়।‘ এদিকে চাকরি প্রার্থীদের একটাই বক্তব্য,'যতদিন না চাকরি হবে রাস্তায় পড়ে থাকবো।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us