বিজেপির পলিটিক্যাল এজেন্ট রাজ্যপাল ! এবার রাজ্যপালকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ

রাজ্যপালের বিরুদ্ধে এ কি গুরুতর অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

author-image
Debjit Biswas
New Update
Kalyan

নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি.আনন্দ বোসের মালদা সফরকে কেন্দ্র করে, সি,ভি.আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর  অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সি.ভি. আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর থেকেই বিজেপির এজেন্টের মতো কাজ করছেন। তিনিই এখন বিজেপির মুখপাত্র।''

cv ananda

এরপর তিনি বলেন, ''আদালত শান্তি ও শৃঙ্খলার স্বার্থে হিংসা কবলিত এলাকায় কোনও ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু তিনি তার পদের অপব্যবহার করে সেখানে ঢুকে পড়েছেন। তিনি এখন সম্পূর্ণভাবে বিজেপির পলিটিক্যাল এজেন্টে পরিণত হয়েছেন।"