বিধানসভা অধিবেশন চলাকালীন বিপত্তি, অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লেন তৃণমূল বিধায়ক

তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোমবার দুপুরে বিধানসভার লবির মধ্য দিয়ে নিজ কক্ষে যাওয়ার সময় আচমকাই মুখ থুবড়ে পড়ে যান তিনি, এবং সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার পরপরই বিধানসভায় চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে তেমন কেউ ছিলেন না। হঠাৎ আওয়াজ শুনেই ছুটে আসেন অন্যান্য বিধায়করা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জল দিয়ে মুখ ধুয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। খবর পেয়েই দৌড়ে আসেন কুলটির বিজেপি বিধায়ক ও চিকিৎসক অজয় পোদ্দার, সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক রহিমা মণ্ডল।

বিধানসভায় প্রাথমিক চিকিৎসার জন্য থাকা মেডিকেল টিম এসে পরীক্ষা করে জানান, বিধায়কের রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁর ব্লাড সুগার-ও পরীক্ষা করা হয়। মুখে জল, হাত-পায়ে চেপে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও জ্ঞান ফেরেনি। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তচাপের কারণেই তিনি অজ্ঞান হয়ে যান। কেউ কেউ বলেছেন, পড়ে যাওয়ার ঠিক আগে তিনি কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।

বর্তমানে হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। চিকিৎসকরা জানিয়েছেন, স্থিতিশীল হলেও পূর্ণ পরীক্ষার পরই কিছু নিশ্চিতভাবে বলা যাবে। বিধানসভায় এই ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে সহকর্মী বিধায়কদের মধ্যেও।