New Update
/anm-bengali/media/media_files/pWK7cpMsDAPvvAsCGyCX.png)
নিজস্ব সংবাদদাতা: তিনি পেশায় অভিনেত্রী এবং তৃণমূল বিধায়িকা। কথা হচ্ছে বরানগরের নবনির্বাচিত বিধায়িকা ব্যানার্জিকে নিয়ে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে একটি ভিডিও চরম ভাইরাল হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/Sayantika_Cover.jpg)
আর জি কর কাণ্ডে শাসক দল পথে নেমেছিল এবং তার পর থেকেই শাসক দলের নেতা নেতৃরাও নিজেদের মতো করে বিরোধ প্রদর্শন করছেন। তার অংশ হিসেবে সম্প্রতি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিন দিন আগে একটি প্রতিবাদ সভায় যোগদান করেন।
/anm-bengali/media/post_attachments/b1affa4caea87c0fa670fd11be5f16bfd5706fb839373dab9855cf290aee2ec0.jpg)
সেখানে সায়ন্তিকাকে দেখা যায় স্টেজের মধ্যে বসে গিটার বাজাতে। আগুনের পরশমনি গাইছেন পেছনে বসে থাকা মহিলারা। সেই সঙ্গে গিটারে সুর তুলছেন সায়ন্তিকা। চরম সমালোচনার মুখে তিনি। এ আর তার মেকআপ নিয়েও হচ্ছে আলোচনা।
/anm-bengali/media/post_attachments/407b5e4c0a570203261683243fbf707ac1e48296c53801eac3562008a08576ae.jpg?rect=0%2C0%2C853%2C480&auto=format%2Ccompress&fmt=webp&w=1200)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us