New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনে আগাম জামিন। শর্তসাপেক্ষে তৃণমূল বিধায়ক পরেশ পালের আগাম জামিন মঞ্জুর করা হল। শর্ত না মানলে জামিন খারিজ করে দেওয়া হবে, নির্দেশ আদালতের।
মামলা নিয়ে কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। শীতলাতলা লেনে যেখানে অভিজিৎ সরকারের বাড়ি, সেই এলাকায় ঢোকা যাবে না। তদন্ত সবরকম সহযোগিতা করতে হবে। অভিজিৎ সরকারের পরিবার ও সাক্ষীদের ভয় দেখানো যাবে না। দেশ ছেড়ে যাওয়া যাবে না, নির্দেশ দিল আদালত। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় প্রথম চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম ছিল না। চার বছরের মাথায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম যুক্ত করে সিবিআই।
/anm-bengali/media/post_attachments/abp/2022/May/1652683598_paresh-595880.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us