চুকলি করেছে পুলিশ! এগরার বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মদন মিত্র

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বোমা বিস্ফোরণে একের পর এক মৃত্যু আর ঘটনার নেপথ্যে কে সেই নিয়ে যখন তোলপাড় রাজ্য সেই সময়েই তৃণমূলেরই বিধায়ক করলেন গুরুতর অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
madan mitra

নিজস্ব সংবাদদাতা: পুলিশ বেইমানি করেছে, নাহলে এরকম হয়? এগরার (Egra) বিস্ফোরণ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)। গোটা ঘটনাকে অন্তর্ঘাত বলেও দাবি করলেন এই নেতা। এগরা বিস্ফোরণকাণ্ডে যখন তৃণমূলের সঙ্গে পুলিশকেও আক্রমণ করছে বিজেপি (BJP), তখন ইঙ্গিতপূর্ণভাবে শাসকদলের নেতার নিশানাতেও সেই পুলিশই। বললেন, 'পুলিশের একাংশ যদি চুকলি না করে, যদি বেইমানি না করে, তাহলে কোনও গণতান্ত্রিক সরকারের (Democratic Govt) এমনটা হতে পারে না। কী করছে আমাদের ইনটেলিজেন্স? পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না'।