New Update
/anm-bengali/media/media_files/IQCGh3L2Ubc5FwUngHyN.png)
নিজস্ব সংবাদদাতা: এক ঝটকায় কমে যেতে পারে সিবিআইয়ের (CBI) হাতে ধৃত তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বেতন। জানা গিয়েছে, বেতনের তিন-চতুর্থাংশ কমিয়ে দেওয়া হতে পারে। বিধায়ক হিসেবে ১৮ হাজার টাকা বেতন ছাড়াও বিধানসভার (Vidhan Sabha) বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিলে আরো ৬৪ হাজার টাকা পান বিধায়করা। জেলের মধ্যে থাকায় বিধানসভার বৈঠকগুলোতে থাকতে পারবেন না তিনি। তাই স্বাভাবিক কারণে বেতনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us