'ভোট শেষ হলে শুধু আমাদের ফোর্স থাকবে'! খুল্লামখুল্লা হুমকি দিচ্ছেন TMC বিধায়ক?

ভোটারদের সতর্ক করে দিলেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। ভাইরাল হল সেই বিশেষ ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
HAMIDUL

নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে আবার চাপে পড়ল শাসক দল।

publive-image

'নির্বাচন শেষ হলে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, শুধু আমাদের ফোর্স থাকবে। পরে অভিযোগ করবেন না' - উত্তর দিনাজপুরে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ভোটারদের উদ্দেশ্যে এই ধরণের বিশেষ বার্তা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি ভোটারদের সতর্ক করেন যে ২৬ এপ্রিল জেলা থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের পরে তাদের সুরক্ষা আশা করা উচিত নয়।

Don't complain if anything happens…': TMC leader's warning to voters |  Latest News India - Hindustan Times