'মুখ থেকে জিভ টেনে ছিঁড়ে নেবে'! BJP-কে শাসিয়ে দিল TMC

লোকসভা ভোটের আগে তৃণমূল, বিজেপি, কংগ্রেস আর সিপিএমের লড়াই চলছে। এছাড়াও দেশের অন্যান্য বিভিন্ন আঞ্চলিক দলগুলির লড়াই তো আছেই। তবে এবার বাংলার এক তৃণমূল বিধায়ক আলোচনায় উঠে এলেন এক বিশেষ মন্তব্যকে কেন্দ্র করে।

New Update
ss tmc bjp.jpg

নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই এবার বিজেপি সাংসদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার নিদান দিয়ে আলোচনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। এমনকী সমাজ ছাড়া করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মালদার বামনগোলাতে তৃণমূল কংগ্রেসের এক পথসভায় এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করে বসলেন এই বিধায়ক। 

পথসভা থেকে বক্তব্য রাখার সময় আবদুর রহিম বক্সি বলেন, 'খগেনবাবু পাঁচ বছরে সাংসদ কোটায় ২৫ কোটি টাকা পান। কিন্তু আমি বলছি, তিনি ৩৫ কোটি পান। সাংসদ কোটায় পাঁচ বছরে ২৫ কোটি টাকা। আর ১০–১৫ বছর ধরে উনি এলাকার বিধায়ক ছিলেন। সুতরাং উনি ৩৫ কোটি টাকা পান। কত টাকা কমিশনে সেই টাকা বিক্রি করেছেন কন্টাক্টারদের কাছে। সেই ৩৫ কোটি টাকা কোথায়? হিসেব দিতে হবে'। এখানে শেষ নয়, এরপর বলেন, 'বদনাম করছেন। ৩৫ কোটি টাকা কত টাকার কমিশনে বিক্রি হয়েছে তার হিসাব দিতে হবে। খগেনবাবু বড় বড় আওয়াজ তুলছেন। মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন, সেই মুখ থেকে জিভটা টেনে ছিঁড়ে বের করে মানুষ প্রমাণ করবে যে মানুষ আপনাদের সঙ্গে নেই। আমরা বুক চিতিয়ে বলে যাচ্ছি আজকে এই কলোনির হাটে যে রাস্তা হয়নি এখানে কেন্দ্রীয় সরকার যত বঞ্চনাই করুক, খগেন মুর্মু যত বঞ্চনা করুক, সমস্ত রাস্তা তৃণমূল কংগ্রেস করবে'।