/anm-bengali/media/media_files/2025/09/01/541473957_1324222572406799_7898405989412156131_n-2025-09-01-21-39-45.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেয়ো রোডের ভাষা আন্দোলনের মঞ্চ ঘিরে উত্তাল রাজনীতি। সোমবার দুপুরে ফোর্ট উইলিয়াম থেকে আসা সেনা জওয়ানরা মঞ্চ ভাঙতে শুরু করতেই বেঁধে গেল নতুন বিতর্ক। যে মঞ্চ থেকে নিয়মিত তৃণমূল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কর্মসূচি করে আসছিল, সেই মঞ্চ ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে শাসক শিবির।
ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী তৃণমূলকে এই মঞ্চ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল শুধুমাত্র শনিবার ও রবিবারের জন্য। কিন্তু গত এক মাস ধরে মঞ্চটি টানা রাখা হয়েছে। সেনার অভিযোগ, আয়োজকদের সতর্ক করার পরেও কাঠামো খোলা হয়নি। ফলে জওয়ানদের উপস্থিতিতেই মঞ্চ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফোর্ট উইলিয়ামের উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/01/541369986_1324222419073481_4151871738607851767_n-2025-09-01-21-36-59.jpg)
এই ঘটনায় সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই দু’দিনের অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মঞ্চ রাখা বেআইনি।
অন্যদিকে তৃণমূল, সেনার এই পদক্ষেপকে “বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি” বলে দাবি করেছে। ঘটনার পর বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ভাষণ দেন। তিনি সেনার এই পদক্ষেপে কড়া আক্রমণ করেন কেন্দ্রকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us