New Update
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃসুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আজ আরজি কর কাণ্ড নিয়ে ফের সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/F5k3q3HwXOz9D9fVGvBs.jpg)
কুণাল ঘোষ বলেছেন, “RGKor এ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। SCর সংযোজিত নির্দেশ। আমার দুপুরের পোস্ট ঠিকই ছিল। তারপর মূল নির্দেশে না থাকায় একটু বিভ্রান্তি হয়।
যাই হোক, এই বাহিনী নিয়ে তৃণমূলের আপত্তি নেই, দুপুরেই লিখেছিলাম। আবার লিখলাম। বিষয়টি আপাতত এখানেই শেষ।
RGKor এ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 20, 2024
SCর সংযোজিত নির্দেশ।
আমার দুপুরের পোস্ট ঠিকই ছিল।
তারপর মূল নির্দেশে না থাকায় একটু বিভ্রান্তি হয়।
যাই হোক, এই বাহিনী নিয়ে তৃণমূলের আপত্তি নেই, দুপুরেই লিখেছিলাম। আবার লিখলাম।
বিষয়টি আপাতত এখানেই শেষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us