New Update
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এবার বিরোধী দলনেতাদের নিশানা করে টুইট করে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
কুণাল ঘোষ বলেন, “যারা বড় বড় কথা বলে লাফাচ্ছে, কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রামের ধর্ষণ, খুনের পর কোথায় ছিল? সিপিএম, বিজেপির যৌথ রাতজাগার নাটক। প্রতিবাদ আমরাও করছি। সবাই করছি। কিন্তু ওরা অতীত ভুলিয়ে মুখোশ পরে রাজনীতি করছে। ওদের অতীত মনে করান।”
/anm-bengali/media/media_files/ekWT69mW9zSWOZ1ZPKP4.jpg)
যারা বড় বড় কথা বলে লাফাচ্ছে, কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রামের ধর্ষণ, খুনের পর কোথায় ছিল? সিপিএম, বিজেপির যৌথ রাতজাগার নাটক। প্রতিবাদ আমরাও করছি। সবাই করছি। কিন্তু ওরা অতীত ভুলিয়ে মুখোশ পরে রাজনীতি করছে। ওদের অতীত মনে করান।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 13, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us