/anm-bengali/media/media_files/Q2OJOULXQtpHPBhdgJVX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি। আজ থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়ে গিয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করে তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করেছেন। তিনি বলেছেন, “ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল কংগ্রেস বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে। তাই রাজভবনকেই অপব্যবহার করছেন ভোট চলাকালীন।”
ভোট চলাকালীন 'পিস রুম'-এর নামে @AITCofficial বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 19, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us