New Update
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, “মাওবাদী অভিযোগে বন্দি অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। ও যোগ্যতা প্রমাণ করেছে। শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর কথা হয়েছে। ওঁরা সহযোগিতা করবেন। অর্ণবকে হুগলি থেকে বর্ধমান জেলে সরানো হবে।”
/anm-bengali/media/media_files/ekWT69mW9zSWOZ1ZPKP4.jpg)
তিনি আরও বলেছেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আন্তরিক। তবে উপাচার্য অকারণ জট তৈরি করে বাধা দিচ্ছেন।”
মাওবাদী অভিযোগে বন্দি অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। ও যোগ্যতা প্রমাণ করেছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 11, 2024
শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর কথা হয়েছে। ওঁরা সহযোগিতা করবেন। অর্ণবকে হুগলি থেকে বর্ধমান জেলে সরানো হবে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আন্তরিক । তবে উপাচার্য অকারণ জট তৈরি করে বাধা দিচ্ছেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us