BREAKING: আইনি বিষয় আদালতেই চলুক, রাস্তায় নেমে আন্দোলন কেন ? এসএসসি (SSC) ইস্যুতে কি বললেন কুনাল ঘোষ ?

কি বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : ফের একবার এসএসসি (SSC) ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''এই বিষয়টি একটি আইনি বিষয়, যা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ২৬,০০০ চাকরি সংক্রান্ত বিষয়ে একটি রিভিউ পিটিশন দাখিল করেছেন। তাতে  কিছু অন্তর্বর্তী স্বস্তিও মিলেছে। তাই রাস্তাঘাট, কোনও দফতরের গেট বা বিকাশ ভবনের সামনে অবরোধ করা ঠিক নয়। বিষয়টি আদালতের বিচারাধীন, আইনি পথেই সমাধান হবে। এই ধরনের কর্মসূচির পিছনে রাজনৈতিক প্ররোচনা থাকতে পারে।''

kunal ghosh sad