BREAKING: তুলসী নিয়ে রাজনীতি করছে ভুয়ো হিন্দুরা ! মহেশতলার ঘটনায় বিজেপিকে তোপ দাগলেন কুনাল ঘোষ

কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আর এবার বিজেপি প্রতিনিধিদলের, মহেশতলা পরিদর্শনে যাওয়াকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''মহেশতলার ঘটনাটি আসলে বিজেপির বিকৃত, বিষাক্ত এবং উস্কানিমূলক প্রচারের একটি অংশ। যে জায়গায় ওই তুলসী গাছ রাখা হয়েছে, সেটি আসলে ফল বিক্রির স্থান ছিল। ওই ফল বিক্রেতা ঈদের জন্য ২–৩ দিন বাইরে গিয়েছিলেন, সেই ফাঁকে কেউ সেখানে তুলসী গাছ বসিয়ে দেয়।” এরপর তিনি বলেন,''আমরাও তুলসী গাছকে সম্মান করি, কিন্তু কারও অনুপস্থিতিতে যদি কেউ ইচ্ছেমতো তার জায়গায়, কোনও ধর্মীয় জিনিস বসিয়ে দেয়, তাহলে সেই ব্যবসায়ী কী করবেন ? অন্যের ব্যবসার জায়গায় জোর করে ধর্মীয় প্রতীক বসানো ঠিক নয়। শুধু ভুয়ো হিন্দুরাই তুলসী নিয়ে রাজনীতি করতে পারে।”

Kunal