New Update
/anm-bengali/media/media_files/JlBXGVkd4xYcQB3lrtRs.jpg)
নিজস্ব সংবাদদাতা: মোট ২৬ জন চাকরিপ্রার্থীর জন্য দেওয়া হয় ১ কোটি ৪০ লক্ষ। জানা গেছে যে তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা (TMC Leader) শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) এই টাকা দেন হুগলির তৃণমূল নেতা গুণধর খাঁড়া (Gunadhar Khara)। হাইকোর্টের (High Court) নির্দেশে যে ২৬৯ জনের চাকরি যায় তাতে তাঁর দুই মেয়েও ছিলেন। অর্থাৎ, যে টাকা দেওয়া হয় তাতে তাঁর দুই মেয়ের চাকরি করিয়ে দেওয়ার টাকাও ছিল। সম্প্রতি গুণধরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার জন্য শান্তনুকে টাকা দেন তিনি। দুই ক্ষেত্রে টাকার পরিমাণও ছিল পৃথক পৃথক। প্রাইমারিতে চাকরির জন্য ৭ জন এবং আপার প্রাইমারিতে চাকরির জন্য ১৯ জনের টাকা ছিল তাতে।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us