New Update
/anm-bengali/media/media_files/TsHWYsGbuvdExFFsXpMX.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জুতো খুলে মারার নিদান দিলেন সোনামুখী পুরসভার উপ-পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। এই তৃণমূল নেতা বলেন, 'সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামচাগিরি করার জন্য যুব সমাজের আইকন বিবেকানন্দকে অপমান করেছে। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি সুকান্তকে জুতোপেটা করে দেখিয়ে দেব। আমরা প্রকৃত হিন্দু, বিজেপির মত ভেকধারী নই। স্বামীজিকে যারা অপমান করবে জুতোপেটা করা উচিত'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us