'হাত-পা গুঁড়ো করে দিন'! হুঙ্কার দিলেন TMC নেতা

ভাঙড়ে বোমা বিস্ফোরণের পর থেকে উত্তপ্ত এলাকা। এবার এই উত্তেজনায় সুর চড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ঘটনায় অভিযুক্ত আইএসএফ কর্মীদের গ্রেফতার করা না হলে সরাসরি থানা ঘেরাওয়ের হুমকি দেন।

author-image
Anusmita Bhattacharya
26 May 2023
'হাত-পা গুঁড়ো করে দিন'! হুঙ্কার দিলেন TMC নেতা

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ের কাশীপুরের গানেরআইট গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্যে। সেই আগুনে ঘি ঢাললেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আইএসএফ কর্মীদের গ্রেফতার করা না হলে সরাসরি থানা ঘেরাওয়ের হুমকি দেন তিনি। পাশাপাশি, দলের বিরুদ্ধে কেউ খারাপ ভাষা প্রয়োগ করলে ‘মেরে হাত-পা গুঁড়িয়ে দেওয়ার’ নিদানও দিলেন।

বৃহস্পতিবার গানেরআইট এলাকায় ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করলেন আরাবুল। আরাবুল বলেন যে তৃণমূলের নামে যাঁরা খারাপ ভাষা ব্যবহার করবেন, তাঁদের গ্রামের ভিতর থেকে ধরে আনতে হবে। ধরে এনে বেঁধে হাত-পা গুঁড়ো করে দিতে হবে। ওই সভা থেকে আইএসএফ নেতাদের ‘ছাগল চোর, মুরগি চোর’ বলে কটাক্ষ করেন আরাবুল।