/anm-bengali/media/media_files/XlYDQDYW421orKTT2TMc.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলার নবনির্বাচিত বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দিলেন বড় বার্তা। তিনি বলেছেন, "বিজেপি ভারতীয়দের দল, বিজেপির লড়াই কোনও ধর্মীয় লড়াই নয়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে যারা ভারতে বাস করে এবং অন্য দেশের কথা বলে। তৃণমূল ধীরে ধীরে তার রাজনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ আসুক, বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুক। এই জায়গায় প্রাকৃতিক সম্পদ আছে, জলসম্পদ আছে...২০২৬ সালের নির্বাচনে আমাদের লক্ষ্য স্পষ্ট, তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া"।
#WATCH | Kolkata | Newly elected West Bengal BJP president Samik Bhattacharya says, "...BJP is the party of Indians, BJP's fight is not a religious fight, our fight is against those who live in India and talk about other countries...TMC is slowly moving towards its political… pic.twitter.com/3zuSaqxcpg
— ANI (@ANI) July 3, 2025