রাজভবন অভিযানে অনড় TMC, মিছিলে হাজির উপাচার্য, অধ্যাপকরাও

আজ বৃহস্পতিবার রাজভবন অভিযানে অনড় TMC। অশান্তির আশঙ্কা শহরে।

author-image
SWETA MITRA
New Update
tmc delhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির পর এবার কলকাতার বুকে তৃণমূলেরবকেয়াআদায়েরমিশনপার্ট২ হতে চলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নেই রাজভবনে, তাও আজ রাজভবন অভিযানে অনড় তৃণমূল। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র সদন থেকে তৃণমূলের মিছিল শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে হাজির হবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের মিছিলে সামিল হয়েছেন উপাচার্য থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান অধ্যাপকরা।