/anm-bengali/media/media_files/mjLp04oEQjvFiSyexgnb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বললেন হেভিওয়েট তৃণমূল (TMC) সাংসদ শত্রঘ্ন সিনহা। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করাটা সত্যিই একটা আনন্দের বিষয় ছিল। তিনি দেশের জনপ্রিয় মহিলা, বস্তুগত নারী, রয়্যাল বেঙ্গল টাইগার, আয়রন লেডি, সত্যিকার অর্থে জনগণের নেতা, সর্বাধিক প্রশংসিত মহিলা মুখ্যমন্ত্রী। তিনি অবশ্যই ২০২৪ সালে গেম চেঞ্জার হতে চলেছেন।‘
It indeed was a great honour & pleasure to have met @MamataOfficial. The popular lady of the country, woman of substance, royal Bengal tigeress, iron lady, leader of the masses in true sense, the most admired lady, CM, who is certainly going to be the game changer in 2024.
— Shatrughan Sinha (@ShatruganSinha) May 25, 2023