১৫ মার্চ...এবার আসল ময়দানে নামছে তৃণমূল!

১৫ মার্চ থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু করছে তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
abhishek mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: আগামী ১৫ তারিখ থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

adsx

তফশিলি জাতি, উপজাতির নেতারা প্রচার গাড়ি নিয়ে এলাকায় এলাকায় প্রচার করতে যাবেন। প্রত্যেক এলাকায় ৩ থেকে ৫ হটস্পটে আলোচনা সভা হবে। একটা প্রচার পুস্তিকা করা হয়েছে। কীভাবে তৃণমূল কংগ্রেস রক্ষা করছে, বিজেপি কীভাবে অত্যাচার করছে, তার প্রচার চালানো হবে। ৬০০০-এর বেশি এলাকায় যাবে। ৩,৫০০ জন নেতার টিম। সঙ্গে ১৫০ প্রচার গাড়ি।

mamata edit.jpg

Add 1

স

cityaddnew

স