Jadavpur: স্বপ্নদীপের মৃত্যুতে মর্মাহত TMC! দাঁড়ালো পাশে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা। মৃত ছাত্রের হস্টেলের ঘর থেকে যে চিঠি পাওয়া গিয়েছিল, সেটি ধৃত এক পড়ুয়া দীপশেখর দত্তেরই লেখা বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি নিজে।

author-image
SWETA MITRA
New Update
tmc swapna.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুর হোস্টেলে ছাত্র মৃত্যু কাণ্ডে এবার নয়া মোড়। বিরাট সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। সেখানে তৃণমূল জানায়, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অকাল প্রয়াণ আমাদের প্রচণ্ড আঘাত দিয়েছে। আমরা মর্মাহত এই ঘটনায়। আগামীকাল বুধবার তৃণমূলের একটি প্রতিনিধি দল মৃত ছাত্রের বাড়িতে যাচ্ছে। এই প্রতিনিধি দলে থাকছেন কাকলী ঘোষ দস্তিদার, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সায়নী ঘোষ।   তাঁরা শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করবে।  গভীর শোকের এই মুহুর্তে সান্ত্বনা ও সমর্থন জানাতে তাদের পাশে দাঁড়াব। একতায়, দুঃখে এবং অবিচল সংকল্পের সঙ্গে আমরা বলছি, আর র‍্যাগিং নয়, আর ব্যথা নয়।‘