New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ ইডি হাজির হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাতে। তল্লাশি চলছে প্রায় ৬ ঘন্টা ধরে। এর আগে তল্লাশি মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা বার্তা দিতে গিয়েছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। এরপর গেলেন ৩ জন তৃণমূল কাউন্সিলর। তাঁরাও ভেতরে ঢুকতে পারলেন না। তবে ফিরে না গিয়ে ইডি অফিসারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন তাঁরা।ক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, এরা জানে না বাংলায় লক্ষ্মীপুজো পর্যন্ত বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us