New Update
/anm-bengali/media/media_files/Yvxh1KhC9UTqrViSbEVm.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ দলের যুবনেতাকে মেরেই চলেছেন মহিলা কাউন্সিলর। এমন একটি ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মেরেছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে। কেদার সরকার ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। তিনি নাকি আবার সুনন্দার বিরোধী গোষ্ঠীর।
তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ। সুনন্দা সরকার দাবি করেন যে কেদার একজন সমাজবিরোধী। পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারছিল। সেটা জানতে পেরেই ওখানে যেতে তিনি দেখেন যে কেদারের হাতে লাঠি ও ইট আছে। সুনন্দা সেগুলো কেড়ে নিতে যান। সেটাকেই থাপ্পড় মারা হিসাবে প্রচার করা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us