হরিয়ানা, মণিপুরের ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বলছেন TMC-র কাউন্সিলর

দফায় দফায় দুই সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় অশান্ত হয়ে উঠছে মণিপুর (Manipur) ও হরিয়ানা (Haryana)। হরিয়ানার সহিংসতা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির "ডাবল ইঞ্জিন" সরকারের মাধ্যমে সুশাসনের দাবির উপর ছায়া ফেলেছে।

author-image
SWETA MITRA
New Update
ashim tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি শাসিত দুই রাজ্য হরিয়ানা (Haryana) ও মণিপুরে (Manipur) যে হিংসার ঘটনা ঘটছে সেই নিয়ে এএনএম নিউজে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের কাউন্সিলর অসীম বসু। তিনি জানান, ‘যে ঘটনা ঘটছে সেটি অত্যন্ত দুঃখজনক। আরও সবথেকে বেশি দুঃখজনক হল মানুষ যাকে নির্বাচিত করেছে, যাকে ক্ষমতায় এনেছে, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নিশ্চুপ। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনওদিন হয়নি যখন এত নক্ক্যারজনক ঘটনা ঘটার পরেও কোনও প্রধানমন্ত্রী চুপ থেকেছেন। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আপামর জনসাধারণের কথা মোটেও ভাবেন না। তিনি বিন্দুমাত্র এসব ঘটনায় বিচলিত নন সেটাও বোঝা যাচ্ছে। এই দুই ঘটনা প্রসঙ্গে একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বক্তব্য পেশ করা উচিৎ ছিল।‘

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের গদি বাঁচাতে সবসময়ে এগিয়ে থাকেন। তিনি কারোর কথা ভাবেন না। তিনি শুধু ভাবেন যে পয়সা দিয়ে হোক বা ছল ছাতুরি করে যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে। স্বাধীনতার এত বছর পরেও হরিয়ানা হোক বা মণিপুর, এরকম শ্রেণি সংগ্রাম বা দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সকলের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এ জিনিস যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক। ভারতবর্ষের মানুষ সম্প্রীতির বার্তা নিয়ে বেঁচে থাকুক।‘