টাকা বিলি নয়, ভিক্ষা দিচ্ছিলেন TMC প্রার্থী! হেসে ফেললেন বিচারপতি

টাকা বিলি করছিলেন না বরং ভিক্ষা দিচ্ছিলেন, ভোটের আগে এক মামলায় জড়িয়ে পড়েন জলপাইগুড়ির এক তৃণমূল প্রার্থী। তা নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করল রাজ্য নির্বাচন কমিশন।

author-image
Anusmita Bhattacharya
New Update
খুন হয়ে যাওয়ার আশঙ্কায় থানায় ছুটলেন TMC বিধায়ক

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের আবহে পকেট থেকে গোছা গোছা নোট বার করে বিলি করার অভিযোগ ওঠে জলপাইগুড়ির এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে। সেই টাকা বিলি মামলায় এবার চাঞ্চল্যকর দাবি করল রাজ্য নির্বাচন কমিশন। ভোট কেনার জন্য নয়, ওই প্রার্থী নাকি ভিক্ষা হিসেবে টাকা দিচ্ছিলেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে এটাই তুলে ধরেন রাজ্য নির্বাচন কমিশনের কৌঁসুলি কিশোর দত্ত। কার্যত হেসে ফেলেন বিচারপতি।

বৃহস্পতিবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। জলপাইগুড়ির ওই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, জলপাইগুড়ির ওই তৃণমূল প্রার্থী ভোট কিনতে টাকা বিলি করছিলেন। সেই সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনের কৌঁসুলি কিশোর দত্ত এদিন দাবি করেন যে ওই প্রার্থী আসলে ভিক্ষা দিচ্ছিলেন। বিচারপতি এটা শুনে কটাক্ষের সুরে বলেন, 'হতে পারে নিজের নাতনির জন্মদিন উপলক্ষে তিনি ভিক্ষা দিচ্ছিলেন'।