/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
নিজস্ব সংবাদদাতা : কুণাল ঘোষ সম্প্রতি তার 'X' হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে মা দুর্গার মূর্তিতে টিপ পরাচ্ছেন। এই দৃশ্যটি শেয়ার করে কুণাল ঘোষ লিখেছেন, "লন্ডন সফরের প্রাক্কালে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টলে মা দুর্গার মূর্তিতে টিপ পরালেন মুখ্যমন্ত্রী।" সোশ্যাল মিডিয়া ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/22/jrotWT21K2S3DFVnY5b8.jpg)
উল্লেখ্য, আজ মুখ্য সচিব মনোজ পন্থকে সাথে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু কর্মসূচি নিয়ে লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৮ তারিখ তিনি ফিরবেন। একদিন তৃণমূল কংগ্রেস দলটিকে পরিচালনা করবেন অভিষেক ব্যানার্জি।
লন্ডন সফরের প্রাক্কালে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টলে মা দুর্গার মূর্তিতে টিপ পরালেন মুখ্যমন্ত্রী @MamataOfficialpic.twitter.com/1YyiLH415U
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us