/anm-bengali/media/media_files/6H4CZgXXm3phPuYy2IsV.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে সারা দেশ আজ উত্তাল হয়ে উঠেছে। ঘটনার ২১ দিন অতিক্রান্ত হয়ে গেলেও, এখনও কোনও কিনারায় এসে পৌছয়নি সিবিআই।
/anm-bengali/media/post_attachments/3ec5b47b38ed62b98f032e2db16e179e195856b58594f2d10269433ef1d6a909.jpg)
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য অতি দ্রুত বিচারের দাবী জানিয়েছেন। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছে। দেশ এবং বিদেশেও এর বিচারের দাবী জানিয়ে বিক্ষোভ করা হচ্ছে।
তবে এবার নির্যাতিতার মা বাবা এই ঘটনায় বিচারের বিলম্বের জন্য কড়া কথা বলেছেন। তাদের কথায়, '' মমতার নিজের কোনো ছেলে-মেয়ে নেই তাই সন্তানহারা বাবা-মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না। ''
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ২৮ আগস্ট এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছিলেন যে, ধর্ষণের চরম শাস্তি ফাঁসির জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল আনবেন। এই বিষয়ে 'তিলোত্তমা'র বাবা-মা বলেন, '' মুখ্যমন্ত্রী বিধানসভার সর্বাদক্ষ এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন প্রশাসনিক দিক থেকে করা উচিত তাহলে অবশ্যই করবেন। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/abhaya.jpg?w=1200&enlarge=true)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us