RG Kar Issue: 'মেঘের আড়ালে যারা তাদেরও বিচার হোক', অবশেষে মুখ খুললেন তিলোত্তমার দাদা

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
rg kar protest

file pic

নিজস্ব সংবাদদাতাঃগত ৪ঠা সেপ্টেম্বর রাত দখলের দিন চিকিৎসকদের আন্দোলনে আরজি করে উপস্থিত ছিলেন তিলোত্তমার মা-বাবা ও কাকিমা। এবার ৮ই সেপ্টেম্বর রবিবার অর্থাৎ আজ ফের তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে গোটা রাজ্য। আজও চিকিৎসকদের মিছিলে সামিল হয়েছেন তিলোত্তমার পরিবার।

এদিন, রাসবিহারীর কাছে বোনের ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন তিলোত্তমার দাদা। এতদিন নির্যাতিতার বাবা-মা ও কাকিমাকে পথে নামতে দেখা গেলেও আজ মুখ খোলেন তিলোত্তমার পরিবারের আরও এক সদস্য। তিনি নিজেকে তিলোত্তমার দাদা হিসাবে পরিচয় দিয়েছেন।

এদিন তাঁকে বলতে শোনা যায়, "যে হাসপাতালে এই ঘটনা ঘটল, সেখানেই ময়নাতদন্ত হল সন্ধ্যায় পর। আমরা চাইছি এই ঘটনা পিছনে যাঁরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যাঁরা এখনও মেঘের আড়ালে আছে, তাঁদের খুঁজে বের করুক সিবিআই। আমরা চাইছি কোনও অভিযুক্ত যাতে ছাড়া না পায়।"

অপরদিকে, তিলোত্তমার মা বলেন, "আমি এক সন্তানহারা মা। চরম বলির শিকার। এতজন পাশে দাঁড়িয়েছেন। সকলকে আমার ছেলে মেয়ে মনে করি। সবাইকে আত্মীয় মনে করি। আপনারা সবাই রাস্তায় থাকবেন। হাসপাতাল, পুলিশ, প্রশাসন কোনও সাহায্য করেনি। ঘুঘুর বাসা ভাঙা হোক।"