সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো বন্ধ লকগেট, এর মধ্যে ভারী বৃষ্টি হলে কি হবে কলকাতার?

লকগেটগুলি খুলবে দুপুর ২টোর পর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water loggging

File Picture

নিজস্ব সংবাদদাতা: সারারাত ধরে চলেছে মুষলধারে বৃষ্টি। এমনকি সকালেও দেখা গেছে একই ছবি। যার ফলস্বরূপ, কলকাতায় ফিরেছে জলজমার চেনা ছবি। কলকাতার একাধিক রাস্তায় হাঁটুজল জমেছে। অফিসযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। 

তবে কলকাতার সমস্ত পাম্পিং স্টেশন খোলা থাকায় বহু এলাকা থেকেই জল নেমেছে বেলা বাড়তেই। এখনও কিছু কিছু এলাকা রয়েছে জলমগ্ন। অথচ এর মধ্যেই খবর আসছে সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ হয়েছে কলকাতার সমস্ত লকগেট। লকগেটগুলি খুলবে দুপুর ২টোর পর। আর এখানেই চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছে পথচলতি মানুষদের ওপর। 

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং এদিন জানিয়েছেন, কলকাতার লক গেট সকাল ১০:৩০ টা থেকে বন্ধ করা হয়েছে। যা বন্ধ থাকবে দুপুর ২টো পর্যন্ত। লক গেট খোলা না হওয়া পর্যন্ত শহরের রাস্তা থেকে গঙ্গা নদীতে জল নিষ্কাশন করা হবে। লকগেট পুনরায় খোলা হলে আবার জল নিষ্কাশন শুরু হবে।

তারক সিং স্বীকার করেছেন যে মধ্য, দক্ষিণ ও উত্তর কলকাতার বেশ কয়েকটি রাস্তায় জলমগ্ন পরিস্থিতি তৈরি রয়েছে। তবে সমস্ত পাম্প চালু থাকায় জলের স্তর ধীরে ধীরে কমছে। কিন্তু এখানেই প্রশ্ন হল যে, এই যে সময়টুকু কলকাতার সমস্ত লকগেট বন্ধ থাকছে, সেই সময়ের মধ্যে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে কি অবস্থা হবে তিলোত্তমার? কলকাতা পুরসভা কি এর জন্যে কোনও পরিকল্পনা করে রেখেছে? গঙ্গায় জল নিষ্কাশনে কি শহরের জলযন্ত্রণা খানিকটা কমবে? নাকি এই সাড়ে তিন ঘণ্টা জলযন্ত্রণা ভুগতে হবে নীচু এলাকার মানুষদের? 

এমনিতেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, আজ সারাদিনই কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে; সেক্ষেত্রে এই সাড়ে তিন ঘণ্টা লকগেট বন্ধের যন্ত্রণা আরও তীব্র হয় কিনা এখন সেটাই দেখার।