ALERT: পাশের রাজ্যে ঘূর্ণাবর্ত, টানা চলবে বৃষ্টি! আসছে দুর্যোগ?

আমাদের প্রতিবেশী রাজ্যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার জেরে আমাদের রাজ্যে আজ বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় বৃষ্টি হবে? রইল আপডেট। এখনই পড়ুন।

New Update
rr

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খন্ড এবং বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প এই রাজ্যে আসছে। আর তার জেরে টানা শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার ভারী বর্ষণে ভিজতে পারে কলকাতা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান। ভিজতে পারে উত্তরের কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ।