নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকে শুধু চাই তার মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে তা নয়।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
পাশাপাশি কলেজের মেডিকেলে দুর্নীতি নিয়েও নানা তথ্য বেরিয়ে এসেছে এবং তা নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই।
/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
এরই মাঝে ন্যাশনাল মেডিকেল কলেজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এল সামনে। এই কলেজেও দুর্নীতি নিয়ে একটি পোস্ট ভাইরাল ফেসবুকে। তথ্যটি নানা জায়গায় শেয়ার করা হচ্ছে। সেই ভাইরাল হওয়া পোস্টে কয়েকজনের নাম ও মুখ এসেছে সামনে যাদের দিয়েই নাকি মূলত সেই চক্র সক্রিয় ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ছবিসহ প্রত্যেকের প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে। সোহম চক্রবর্তী নামক এক ফেসবুক ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। সেই পোস্টের নিচে লেখা 'সংগৃহিত'। সেটি তুলে ধরলাম আপনাদের জন্য।
/anm-bengali/media/post_attachments/24f3409f8d6c161e19965b6751cb26fb99841ebe8cf6011a291909a61d1d948e.jpg)
1️⃣ Sayon Roy- CNMC 2013 ব্যাচের স্টুডেন্ট. কিন্তু এখনো সে কলেজ ছেড়ে যেতে পারেনি! নিয়মিত কলেজ এ আসে এবং সূত্রের খবর ইনি হচ্ছেন ন্যাশনাল এ Health সিন্ডিকেট এবং Threat Culture এর প্রধান মাথা! 2013 ব্যাচের একজন স্টুডেন্ট কি এমন মধু পাচ্ছে যে কলেজের প্রত্যেকটা কাজে সে ফিরে আসছে ?? সে নাকি অত্যন্ত অভিক দে ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষ এর খুব কাছের লোক!
2️⃣ Souvik Ghosh - CNMC 2017 ব্যাচের স্টুডেন্ট. Sayon Roy এর যোগ্য উত্তরসূরি! প্রাক্তন GS এবং কলেজে Sayon Roy এর পরবর্তী স্থান এর! কলেজ Campus এ মদ খাওয়া ,গাঁজা খাওয়া এর নিয়মিত রুটিন বানিয়েছেন. CNMC তে Threat Culture এর মূল মাথা! আর এই সায়ন ও সৌভিক দুজন মিলে যে সিন্ডিকেট তৈরি করেছে তাদের মধ্যে রয়েছে
3️⃣ সৌম্যদীপ মন্ডল(হোস্টেল এর জুনিয়র দের পাশ ফেল এর ভয় দেখানো)
4️⃣ সুজয় মান্না, মহান ডাক্তার বাবু নাকি গাঁজা এবং কঙ্কাল ব্যাবসা করেন!
5️⃣ সৌমিত্র মৃধা, কলেজে ভয়ের পরিবেশ তৈরি, HOD দের ট্রান্সফার এর ভয় দেখিয়ে কাছের ছেলে মেয়েদের বেশি নম্বর দেওয়া, Honours দেওয়া ইত্যাদি অভিযোগ !
6️⃣ সৈকত মন্ডল, মদ গাঁজা ছাড়া নাকি কিছুই বোঝেন না, উনি আবার এখন RG KAR এ PG করছেন!
7️⃣ ইনি CNMC এর সুপার সিনিয়র ইন্দ্রজিৎ মালিক, এর কাজ ছেলেদের মধ্যে ঝামেলা লাগিয়ে নিজেই সেটা মিটিয়ে Credit নেওয়া
(তথ্যসূত্র: ফেসবুক। এই তথ্যের সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ)