এবছর পুজো দেখবে ‘শপিং স্পেশাল বাস’, ঘোষণা পরিবহণ মন্ত্রীর

বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আসেন পুজোর কেনাকাটার জন্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bus service

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর একমাস পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা করে দিতে পুজোর ১৫ দিন আগে থেকেই শহরে চালু হবে অতিরিক্ত বাস পরিষেবা। সোমবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, হাওড়া ও শিয়ালদহ থেকে চলবে বিশেষ ‘পুজো শপিং স্পেশাল বাস’।

মন্ত্রী জানান, প্রথমে ২৫টি বাস চালানো হবে। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেই সংখ্যা আরও বাড়ানো হবে। সেপ্টেম্বরের শুরু থেকেই কলকাতায় বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আসেন পুজোর কেনাকাটার জন্য। তাই এবারই প্রথমবার আলাদা শপিং স্পেশাল বাস পরিষেবা চালু হচ্ছে।

sadwd

এছাড়াও মন্ত্রী ঘোষণা করেন, পুজোর ক’টা দিন থাকবে নাইট সার্ভিস বাস। কারণ বহু মানুষ সারারাত ঠাকুর দেখতে বের হন। তাঁদের সুবিধার্থেই হাওড়া, শিয়ালদহ ও বারাসতমুখী নাইট সার্ভিস বাস চালানো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ায় যাতায়াতের ধরনে পরিবর্তন এসেছে। এ কারণে বেশ কিছু বাস রুটে পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। মন্ত্রীর কথায়, “মেট্রোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস রুট নির্ধারণ করলে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা পাবেন"।