Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোট মিটতেই জামিন পেয়ে গেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে তার জন্য বেশ একগুচ্ছ শর্ত চাপিয়ে দিয়েছে উচ্চ আদালত। গত পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের ঘটনায় ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হয়েছিলেন আরাবুল।
/anm-bengali/media/media_files/KXn5avgxv1NPntHIvkx3.jpg)
২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে আইএসএফ কর্মী খুনের ঘটনায় জড়িয়ে পড়েন এই নেতা। এই বছর লোকসভা ভোটের আগে সেই মামলায় গ্রেফতার হন তিনি।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us