New Update
/anm-bengali/media/media_files/VER8W7e7zYC7loWaMCbY.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। রাজ্যের সরকার এবং পুলিশ প্রসাশনের ওপরে মানুষ আস্থা হারিয়েছে। প্রতিবাদেড় ঝড় উঠেছে দেশ জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা এই প্রতিবাদে সামিল হয়েছে। এমন অবস্থায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেই জমেছে ক্ষোভ।
/anm-bengali/media/post_attachments/b19e7f6f4a0888dbdb20975a71dc04fbd47fea0fae5831292363224207a80e66.jpeg?w=414)
সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী ফেসবুকে আর জি করের ঘটনার প্রতিবাদে মহিলাদেরকে একজোট হয়ে মিলিত হওয়ার ডাক দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/39454f2d000d532efab0f233a3f53606ab1bf39b754b3c4d5a3edbadabfd6237.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাত ১১.৫৫ মিনিটে ' মেয়েরা রাতের দখল নাও ' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সারা বাংলার সাধারণ মানুষ আজ মোমবাতি হাতে রাস্তায় নেমেছে। চারদিকে শোনা যাচ্ছে ' উই ওয়ান্ট জাস্টিস। ' অপরাধের বিচার চেয়ে আজ রাস্তায় রাস্তায় প্রতিবাদের রোল উঠেছে।
/anm-bengali/media/post_attachments/6c6ad67e3a48d5a7ded3ba6895e08d6f1d106d4e2bddc4631b5c9dc126ea57a9.jpeg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us