/anm-bengali/media/media_files/UkhGyxNk3VhvangqkCeX.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নীতি আয়োগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গিয়ে মোদীর পাশে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, নীতি আয়োগ সভায় ইচ্ছাকৃত ভাবে তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তবে এই দাবিকে মিথ্যে বলে কার্যত মোদীর হয়েই বার্তা দিয়ে খেলা ঘুরিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি সোজাসুজি মমতা ব্যানার্জি মিথ্যে বলেন বলে দাবি করেছেন।
তিনি বলেছেন, "নীতি আয়োগ সভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আমার মনে হচ্ছে তিনি মিথ্যা বলছেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি কথা বলতে না দেওয়া হয় তা খুবই আশ্চর্যজনক। সেখানে কি ঘটবে তা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে স্ক্রিপ্ট ছিল।" তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's allegations, Congress leader Adhir Ranjan Chowdhury says, " The things that Mamata Banerjee is saying regarding NITI Aayog meeting, I feel like she is lying...it is very surprising if a state's CM wouldn't be allowed to speak. Mamata… pic.twitter.com/K2W62ItQbc
— ANI (@ANI) July 27, 2024